নতিপোতা ইউনিয়নধীন সকল নাগরিক গণ তাদের আত্মীয় পারিবার পরিজনদের মৃত্যু হলে নিজ নিজ বা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে মৃত্যু নিবন্ধন রেজিষ্ট্রেশন করা অতি গুরুত্বপূর্ন একটি কাজ। তাই আপনাদের মাঝে যদি কোন ব্যক্তির মৃত্যু হয় তাহলে মৃত্যুব্যক্তির মৃত্যুর তারিখ ও জন্মনিবন্ধন সনদের একটি ফটোকপি ইউনিয়ন পরিষদে সচিবের নিটক জমা দিয়ে আবেদন করলেই হবে। নিম্নের ওয়েব ঠিকানার মাধ্যমে মৃত্যু নিবন্ধন রেজিষ্ট্রেশন করা হয।
http://www.bris.lgd.gov.bd